দেশের মানুষের দেশে গড় আয়ু বেড়ে ৭২.৮ বছরে উন্নীত হয়েছে। তার মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর এবং নারীর গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে এই তথ্য উঠে এসেছে। এর আগের বছর ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর।
আজ সোমবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জরিপে এই ফল প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক তাজুল ইসলাম।
আরও পড়ুন
কুড়িগ্রামে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়
শর্মাহাউজে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে: বিস্ফোরক পরিদপ্তর
আওয়ামী লীগ পালানোর দল নয়: ওবায়দুল কাদের
কক্সবাজার সৈকতে মিলল নিখোঁজ স্কুলছাত্রের লাশ
news24bd.tv/এমিজান্নাত