গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে যানজট, ভিড় ফেরীঘাটেও (ভিডিও)

অনলাইন ডেস্ক

করোনা, পরিবহণ সংকট, বিধি নিষেধ কোনকিছুতেই থামছে না  ঘর মুখো মানুষের স্রোত । কঠোর লকডাউনের ঘোষণায়  আজও রাজধানী ছাড়ার হিড়িক। প্রধান দুই ঘাটে  মানুষের ভীড়। এদিকে দুরপাল্লার বাস বন্ধ থাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পণ্য পরিবহনের গাড়িতে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে অনেকে ।

তাদের সবারই সঙ্গী চরম দুর্ভোগ। পথের ব্যয় বেড়েছে কয়েক গুণ। আর স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্বের নেই কোন বালাই।

এ চিত্র শিমুলিয়া-বাংলাবাজার ঘাটের ।

আজও এ ঘাটে  যাত্রীদের উপচেপড়া ভিড় । সকাল থেকে একের পর এক  ফেরি যানবাহন ও  যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ফেরি। আবার জীবিকার জন্য এখনো ঢাকামুখীও হচ্ছেন অনেকে । সবখানেই গাদাগাদি ভিড়।   স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্বের নেই  কোনো বালাই ।   

 একই চিত্র পাটুরিয়া- দৌলতদিয়া ঘাটেও।   

এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় কেউ হেঁটে, কেউবা রিকশায় পার হচ্ছেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়। মোড় পার হয়েই আবার তারা চড়ছেন ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন ছোট যানবাহনে। অনেকে উঠে পড়ছেন ট্রাক ও পিকআপের পেছনে। কেউ বাড়িতে য়াচ্ছেন আবার কেউ রাজধানীতে আসছেন।     
এখানেই ভোগান্তি শেষ নয়, সংকটকে পূঁজি করে হাতিয়ে নেয়া হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।  
শুধু উত্তর বা দক্ষিণবঙ্গ নয়, মানুষ ছুটেছে চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন রুটেও।

আরও পড়ুন

কুড়িগ্রামে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়

শর্মাহাউজে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে: বিস্ফোরক পরিদপ্তর

আওয়ামী লীগ পালানোর দল নয়: ওবায়দুল কাদের

কক্সবাজার সৈকতে মিলল নিখোঁজ স্কুলছাত্রের লাশ

news24bd.tv/এমিজান্নাত