কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা পিকে হালদার। এরমধ্যে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয় পিপলস লিজিং। পিকে কাণ্ডে এ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরা পড়েন চরম বিপাকে। খাদের কিনারে থাকা পিপলস লিজিং অবসায়নেরও সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
প্রথমে যারা এ প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পরিশোধ করেনি তাদের দাঁড় করানো হয় কাঠগড়ায়। আদালতের চাপে একে একে পরিশোধ করতে থাকেন ঋণের টাকা। অন্যদিকে দুই শতাধিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান পিপলস লিজিং পুনরুজ্জীবিত করার আবেদন করেন।
news24bd.tv/এমিজান্নাত