দক্ষিণ সুনামগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে হামলায় কলেজছাত্র নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের বাবা আনসার মিয়া বাদী হয়ে ৫১ জনকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা করেছেন।
সোমবার (২৮ জুন) রাতের এ মামলায় এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৭ জুন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাজিমুল ইসলাম জায়গীদার নামের এক কলেজছাত্র নিহত হয়।
নিহত নাজিমুল জাউয়াবাজার ডিগ্রী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ও বড়মোহা গ্রামের আনসার মিয়া জায়গীদারের ছেলে।
ঘটনা নিয়ে কথা হলে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর হোসেন জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৫১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এজহারভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:
বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের সময় আরও বাড়ল
প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
news24bd.tv / তৌহিদ