যে পুলিশ রাতে চোর ধরে তারাও ভোট চুরি করেছে: গয়েশ্বর

যে পুলিশ রাতে চোর ধরে তারাও ভোট চুরি করেছে: গয়েশ্বর

অনলাইন ডেস্ক

সরকার দলীয় এমপি-মন্ত্রী কারও কথার সঙ্গে কারও কথার মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, একেক জন একেক রকম কথা বলেন। একজনের কথার সাথে আরেকজনের কোনো মিল নেই।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন গয়েশ্বর।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওই সভায় তিনি আরও বলেন, দিনের ভোট রাতে হয়েছে, এগুলো কারা করেছে ? আজকের সংসদকে কী বলব আমরা? যে পুলিশ রাতের বেলায় চোর ধরে তারাও কিন্তু ভোট চুরি করেছে। সে জন্য আজকে পুলিশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নৈতিকতার দিক দিয়ে পুলিশের কোনো অবস্থান কি এখন আছে?

দেশের সচিব ও পুলিশের সমালোচনা করে গয়েশ্বর বলেন, দেশের সচিবরা-পুলিশরা আজকের সরকারের পার্লামেন্টের ভাগ্যের বিধাতা। তারা পাপ করছে, তাদের পাপের ফসল আজকের পার্লামেন্ট।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।

আরও পড়ুন:


শিক্ষক নিবন্ধনের ফল ‘বৃহস্পতিবার’!

ঈদের আগে লকডাউন শিথিলের ব্যাপারে যা জানালেন ওবায়দুল কাদের

স্প্রাইটের নতুন ক্যাম্পেইন ‘তৃষ্ণা মিটলে সব ক্লিয়ার’


 

news24bd.tv / তৌহিদ