জ্বরে আক্রান্ত ব্যক্তিদের করোনা পরীক্ষার আওতায় আনার কড়া নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ দুপুরে মেহেরপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির জুম মিটিংয়ে অংশ নিয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
জেলার সার্বিক অবস্থা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনছুর আলম খান।
প্রতিমন্ত্রী বলেন, মৌসুমি জ্বর মনে করে অনেকে গুরুত্ব দিচ্ছেন না।
এ লক্ষ্যে প্রতিটি এলাকায় মাইকিং করে প্রচারের নির্দেশ দেন ফরহাদ হোসেন।
লকডাউন বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের এ কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নেতৃস্থানীয় মানুষের সহযোগিতা ছাড়া সরকারি নির্দেশনা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। স্থানীয় সরকারের প্রতিটি প্রতিষ্ঠানে ফান্ড দেয়া হয়েছে। সেটা যথাযথভাবে যাদের প্রাপ্য তাদের দিতে হবে। কঠোর লকডাউনের ঘোষণা আসার আগেই ত্রাণ সহযোগিতা সম্পন্ন করতে হবে।
মানুষকে ঘরে রাখতে কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এক জেলার সঙ্গে অন্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। একইসঙ্গে ঘর থেকে যাতে কেউ বের হতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। সব ধরনের যানবাহন পুরোপুরি বন্ধের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।
news24bd.tv নাজিম