৩৩৩ নম্বরে খাদ্য সহায়তা চেয়ে হামলার শিকার হয়েছেন দিন মজুর। ভোলার লালমোহনে এ ঘটনার স্বীকার হন দিনমজুর ফারুক। ফারুকের বাড়ি লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড ফাতেমাবাদ এলাকায়।
শুক্রবার এ ঘটনা ঘটলেও গতকাল রোববার রাতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।
জানা যায়, ফারুক করোনাতে কর্মহীন থাকায় দীর্ঘদিন অভাব অনটন ও খাদ্য সংকটে ছিল। তার এই অবস্থা দেখে প্রতিবেশী আলমের মেয়ে রুমা শুক্রবার ৩৩৩ নম্বরে খাদ্য সহায়তা চেয়ে মোবাইলে কল করে এবং ফারুকের পূর্ণ ঠিকানা দেয়। পরে ৩৩৩ থেকে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের কাছে ম্যাসেজ পাঠালে তিনি ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে বলেন ওই ব্যক্তিকে সহায়তার করতে। চেয়ারম্যান তার এলাকার ছালাউদ্দিন দালাল ও হায়দার মেম্বারসহ ফারুককে ইউনিয়ন পরিষদে আসতে বলেন। ফারুক সেখানে গেলে কেন ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চেয়েছে সেটা জানতে চায় এবং বিভিন্নভাবে শাসায়।
ফারুকের অভিযোগ, ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে আসার পথে হঠাৎ ৮/১০ জন লোক তাকে এলোপাতাড়ি মারতে থাকে। চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। একপর্যায়ে হামলাকারীরা চলে গেলে তিনি ভাড়া করা মোটরসাইকেলে বাড়িতে চলে যায়। এখনও সে প্রচণ্ড অসুস্থ। এমনকি টাকার অভাবে ভালো চিকিৎসাও করাতে পারছেন না।
news24bd.tv/এমিজান্নাত