যমুনা সেতু থেকে সরাসরি বগুড়া পর্যন্ত রেললাইন নির্মাণের দাবি

যমুনা সেতু থেকে সরাসরি বগুড়া পর্যন্ত রেললাইন নির্মাণের দাবি

অনলাইন ডেস্ক

যমুনা সেতু থেকে সরাসরি বগুড়া পর্যন্ত রেললাইন নির্মাণের দাবি জানিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এই দাবি জানান।

মোশারফ হোসেন বলেন, উত্তরবঙ্গের প্রাণের দাবি যমুনা সেতু থেকে সরাসরি বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা প্রয়োজন বলে মনে করি। কারণ এটা একনেকের বৈঠকে অনুমোদন হয়ে আছে।

কিন্তু কেন কাজ হচ্ছে না?

সমাপনী বক্তব্যে তিনি সারাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগের জন্য বগুড়া বিমানবন্দর চালুরও দাবি জানান।

মোশারফ হোসেন বলেন, লকডাউনে অটো, রিকশা, ভ্যান বন্ধ করে এবং ভেঙে দিয়ে গরীবের পেটে লাথি না মেরে-এই গরীব অসহায় মানুষদের ভর্তুকি কিংবা প্রণোদনা দেয়া হোক।  

তিনি বলেন, সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় আমিসহ সবার বেতন হয়, এ দেশের উন্নয়ন হয়। পাশাপাশি দেশের ১৭ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন ৩০০ জন সংসদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য এবং সকল শ্রেণি পর্যায়ের জনপ্রতিনিধিরা।

তারা সব সময়ই জনগণের কাছে দায়বদ্ধ। তারা নির্বাচিত হোক বা না হোক মেয়াদ শেষ হলেও এলাকাতেই থাকেন। কেননা গণতন্ত্রের ভাষায়, জনগণই সকল ক্ষমতার উৎস।

news24bd.tv নাজিম