বাড়িতে গাঁজার গাছ চাষ করতে পারবে ব্যবহারকারী : আদালত

বাড়িতে গাঁজার গাছ চাষ করতে পারবে ব্যবহারকারী : আদালত

অনলাইন ডেস্ক

এবার  ব্যক্তিগত বিনোদনের জন্য গাঁজার অনুমোদন দিয়েছে মেক্সিকো। এর ফলে দেশটির প্রাপ্তবয়স্করা এখন ব্যক্তিগত বিনোদনের জন্য গাঁজা ব্যবহার করতে পারবে। এর আগে গাঁজার ওপর নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করে মেক্সিকোর সুপ্রিম কোর্ট।  

এই অনুমোদনের ফলে ব্যবহারকারীরা ২৮ গ্রাম পর্যন্ত গাঁজা বহন করতে পারবেন।

আর ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়িতে আটটি গাছ চাষ করতে পারবেন। বর্তমানে মেক্সিকোতে পাঁচ গ্রামের বেশি গাঁজা বহন অবৈধ বলে বিবেচিত হয়।

আদালত বলেছেন, প্রাপ্তবয়স্করা নিজেদের জন্য গাঁজা চাষ ও সেবনের অনুমতির জন্য আবেদন করতে পারবে। তবে প্রকাশ্যে ও শিশুদের সামনে গাঁজা সেবন নিষিদ্ধ করা হয়েছে।

রায়ে গাঁজার বাণিজ্যিকীকরণের বিষয়টি উল্লেখ করা হয়নি।

কংগ্রেসে একটি বৈধকরণ বিল স্থগিত হওয়ার পরই আদালত এই রায় দিলেন। সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আর্তুরো জালদিভার বলেন, স্বাধীনতাকামীদের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। তবে কিছু গ্রুপ বলছে, এই রায়ের ফলে তাৎক্ষণিকভাবে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

news24bd.tv/আলী