কঠোর লকডাউন কার্যকরে কাল থেকে মাঠে থাকবে সেনাবাহিনী

কঠোর লকডাউন কার্যকরে কাল থেকে মাঠে থাকবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সারাদেশে কেবল ‘বিধিনিষেধ’ নয়, ‘কঠোর বিধিনিষেধ’ পালনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এক সপ্তাহের জন্য আগামীকাল বৃহ্স্পতিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন।

কঠোর লকডাউন কার্যকরে মোতায়েন থাকবে সেনাবাহিনী।  

আজ বৃহস্পতিবার (৩০ জুন) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

বলা হচ্ছে, আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে সারাদেশে ৭ দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ থাকবে। কেবল ‘জরুরি নয়’, ‘খুব জরুরি’ হলেই বের হওয়ার বৈধতার সুযোগ থাকছে নাগরিকদের।

আরও পড়ুন:


লকডাউনে মোটরসাইকেলে কোনো আরোহী নেওয়া যাবে না

তোর যদি মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি: মারিয়া মিম

সুইডেনকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইউক্রেন

কঠোর লকডাউনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলে যে সিদ্ধান্ত হলো


news24bd.tv / কামরুল