নোয়াখালীতে সাংবাদিক সুভাসের ওপর হামলার প্রতিবাদে মানবববন্ধন

নোয়াখালীতে সাংবাদিক সুভাসের ওপর হামলার প্রতিবাদে মানবববন্ধন

Other

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাহাজাদপুরে সাংবাদিক প্রশান্ত সুভাস চন্দের উপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।  

মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান, জামাল হোসেন বিষাদ, মোহতাসিন বিল্লা সবুজ আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আকবর হোসেন সোহাগ, সুমন ভৌমিক, আসাদুজ্জামান কাজল সহ অনেকে।

এ সময় গণমাধ্যমকর্মীরা বলেন, কোম্পানীগঞ্জে আ.লীগের দুই পক্ষের বিবাধমান দ্বন্দ্বে জের দিতে হচ্ছে সাংবাদিকদের।

ইতোমধ্যে মুজাক্কির নামে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। অপর এক সাংবাদিক রনির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে সাংবাদিক সুভাসের বাড়িতে প্রকাশ্যে দিনের বেলায় হামলা চালানো হয়েছে।  

সন্ত্রাসীরা সুভাসকে কুপিয়ে আহত করে।

রক্ষা পায়নি তার ছেলে ও মা। সুভাস বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বারবার গণমাধ্যম কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় মানববন্ধন থেকে। এ সময় হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।  

আরও পড়ুন:


লকডাউনে মোটরসাইকেলে কোনো আরোহী নেওয়া যাবে না

তোর যদি মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি: মারিয়া মিম

সুইডেনকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইউক্রেন

কঠোর লকডাউনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলে যে সিদ্ধান্ত হলো


news24bd.tv / কামরুল