ফের হাসপাতালে দিলীপ কুমার

ফের হাসপাতালে দিলীপ কুমার

অনলাইন ডেস্ক

সময়টা খুব বেশি নয় মাত্র ১০ দিন। ফের হাসপাতালে ভর্তি করা হলো বলিউডের কিংবদন্তিতুল্য অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্ট বোধ হওয়ায় গতকাল তাকে মুম্বাইয়ের খারের পিডি হিন্দুজা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

এই যখন অবস্থা তখন স্বস্তির খবর দিলেন দিলীপ কুমারের পারিবারিক বন্ধু বসির খান।

তিনি গণমাধ্যমকে আজ জানান, ৯৮ বছর বয়সী দিলীপ কুমারের অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। বয়স বেড়ে যাওয়ায় ও স্বাস্থ্য খারাপ থাকায় পারিবারিকভাবেই তাকে চিকিৎসকের অধীনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বসির খান বলেন, ‘শারীরিকভাবে দিলীপ সাহেব কদিন ধরে খুব দুর্বল বোধ করছিলেন।

বয়সের কথা মাথায় রেখে তাঁকে আমরা হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, করোনার এই সময়ে বাড়িতে লোকজন কম। আর সায়রা কোনো রকম ঝুঁকি নিতে চাইছিল না। ’ 

বসির খান জানান, গতকাল থেকে দিলীপ কুমারের ফুসফুস থেকে পানি বের করার প্রক্রিয়া শুরু হয়েছে। ৩৫০ মিলিলিটার মতো পানি দিলীপ কুমারের ফুসফুস থেকে বের করা হয়েছে। চিকিৎসক নীতিন গোখলে ও জলিল পারকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

news24bd.tv নাজিম