অভ্যন্তরীণ রুটে ফ্লাইট নিয়ে যা বলছে বিমান

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট নিয়ে যা বলছে বিমান

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) পর্যন্ত লকডাউনের এই সময়ে ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে।

বুধবার (৩০ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এতথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই লকডাউনের এই সময়ে সব অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল ঘোষণা করা হলো। তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে।

এসব ফ্লাইট সমূহে শুধুমাত্র বিমানের টিকেটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরাই ভ্রমণের সুযোগ পাবেন।

এছাড়া ১ জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাতিল ফ্লাইটের টিকেটধারীরা অতিরিক্ত চার্জ ছাড়াই লকডাউন পরবর্তী সময়ে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে www.biman-airlines.com এ ওয়েব সাইডে ভিজিট করতে পারেন।  

 news24bd.tv/আলী