ভারতে করোনায় বিপর্যস্ত অবস্থা। মৃত্যু ও সংক্রমণ আবার বাড়ছে। তিনদিন পর মৃত্যু আবারও এক হাজার ছাড়াল।
আজ বৃহস্পতিবার সকালে গত ২৪ ঘণ্টায় বা এক দিনের এই হিসেব দিয়েছে আনন্দবাজার পত্রিকাসহ একাধিক ভারতের সংবাদ মাধ্যম।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। বুধবার এই আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজার ৯৫১ জন।
বুধবারের তুলনায় বৃহস্পতিবার আক্রান্ত বেড়েছে প্রায় ৬ শতাংশ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫ জন কোভিড রোগীর। ৩ দিন পর আবার ১ হাজার ছাড়াল দৈনিক মৃত্যু। মহারাষ্ট্র, কর্নাটক, কেরল এবং তামিলনাড়ু ছাড়া দেশের সব রাজ্যেই দৈনিক মৃত্যু ১০০-র নিচে রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে।
পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে দৈনিক মৃত্যু হয়েছে ২২১ জনের। এর জেরেই দেশের দৈনিক মৃত্যু হাজার ছাড়ায়। সবমিলিয়ে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৩ লাখ ৯৯ হাজার ৪৫৯ জনের।
আরও পড়ুন:
লকডাউনে মোটরসাইকেলে কোনো আরোহী নেওয়া যাবে না
তোর যদি মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি: মারিয়া মিম
সুইডেনকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইউক্রেন
কঠোর লকডাউনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলে যে সিদ্ধান্ত হলো
news24bd.tv / কামরুল