সারা দেশের মতো কুষ্টিয়াতেও কঠোর লকডাউন শুরু হয়েছে। সকাল থেকে টানা বৃষ্টি হতে থাকায় শহরে মানুষের উপস্থিতি একেবারে কম দেখা গেছে। বৃষ্টির কারণে পুলিশ ও প্রশাসনের অভিযান শুরুরও দরকার হয় নি। বিভিন্ন পয়েন্টে শেডে নিচে অবস্থান করতে দেখা গেছে তাদের।
এদিকে কুষ্টিয়া করোনা হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একদিনে জেলায় ৮৩০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে সর্বোচ্চ ৩২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার ৩৯ শতাংশ।
এদিকে কুষ্টিয়া করোনা হাসপাতালেও করোনা রোগীর চাপ বেড়েছে। এই মুহূর্তে করোনা পজিটিভ রোগী ভর্তি আছে ১৭১ জন। উপসর্গ নিয়ে ভর্তি আছে আরও ৪০ জনের বেশি। হাসপাতালে মাঝে মধ্যে দেখা দিচ্ছে অক্সিজেন সংকট।
আরও পড়ুন
চার চাকার গাড়ি উড়ছে আকাশে (ভিডিও)
ভ্যাকসিনের নামে যেটি শরীরে ঢুকেছে সেটি অ্যামিকিসিন: মিমি
news24bd.tv / কামরুল