ভারি বৃষ্টিপাতে পানির নিচে চট্টগ্রাম

ভারি বৃষ্টিপাতে পানির নিচে চট্টগ্রাম

Other

রাতভর ভারি বৃষ্টিপাতে ডুবে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল ও গোটা এলাকায় কোথাও কোমর পানি কোথাও হাঁটুপানি। চরম দুর্ভোগে রোগী, স্বজন ও স্বাস্থকর্মীরা। বৃষ্টিতে সড়কেও সৃষ্টি হয়েছে খানাখন্দ।

আবহাওয়া অফিস বলছে, এ রকম বৃষ্টিপাত চলবে আরো ২ দিন। জলাবদ্ধতা প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত এ কষ্ট শেষ হবেনা নগরবাসীর বলছে সিডিএ।

এমন হাবুডুবু পানির চিত্র চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের। টানা বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে হাসপাতালের নীচতলা।

চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা নিতে আসা মানুষদের।

news24bd.tv

শুধু হাসপাতাল নয়, আগ্রাবাদ, হালিশহর, দুই নম্বরগেট, বহদ্দারসহ বিভিন্ন এলাকায় থৈথৈ বৃষ্টির পানি। এর সাথে যুক্ত হয়েছে সমুদ্র জোয়ারের পানি।

আরও পড়ুন


সাময়িক অসুবিধা মেনে নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান ওবায়দুল কাদেরের

শতবর্ষে হাজারো অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের

হলি আর্টিজানে ভয়াবহ হামলার পর কঠোর ভূমিকায় আইন-শৃঙ্খলা বাহিনী

হলি আর্টিজান ট্রাজেডির ৫ বছর আজ


জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মেযাদ বেড়েছে আরো এক্ছর। কাজ শেষ না হওয়া পর্যন্ত এ দুর্ভোগ থাকবেই বলছে সিডিএ-এর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস।

আর এমন বৃষ্টি থাকতে পারে আরো দুদিন বলেছে আবহাওয়া দপ্তরের সহকারী পরিচালক আবুল হাসনাত।  

ভারি বৃষ্টির ককরনে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দের। যেটি ভোগান্তি আরো বাড়িয়েছে নগরবাসীর।

news24bd.tv এসএম