পদোন্নতি পেলেন মাধ্যমিকের ৫৪৫২ সহকারী শিক্ষক

পদোন্নতি পেলেন মাধ্যমিকের ৫৪৫২ সহকারী শিক্ষক

অনলাইন ডেস্ক

বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ৫ হাজার ৪৫২ জনকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

নন–ক্যাডার ২য় শ্রেণির পদে কর্মরত এসব শিক্ষকদের নন ক্যাডার প্রথম শ্রেণির ৯ম গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পদোন্নতি দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদের সরকারি কর্ম কমিশনের সুপারিশ করা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ৫ হাজার ৪৫২ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক (৯ম গ্রেডে ১ম শ্রেণির নন–ক্যডার) পদে পদোন্নতি দেওয়া হলো।

জানা গেছে, পদোন্নতি পাওয়া শিক্ষকদের নিজ নিজ কর্মস্থলে পদায়ন দেওয়া হবে।

আরও পড়ুন:


মালয়েশিয়ায় বছরজুড়ে বৈধতার সুযোগ বাড়ল

যে ১০০ টাকার জন্য দাঁড়িয়ে থাকত, সে মেয়ের ছয় তলা বাড়ি, প্রতিদিন সিঙ্গাপুরে যায়

news24bd.tv / তৌহিদ