উলভসের পর এবার টটেনহামের দায়িত্ব নুনোর কাঁধে

উলভসের পর এবার টটেনহামের দায়িত্ব নুনোর কাঁধে

অনলাইন ডেস্ক

দুই বছরের চুক্তিতে টটেনহামের কোচ হিসেবে যোগ দিয়েছেন উলভসের সাবেক কোচ নুনো এসপিরিতো সান্তো। এর আগের চার মৌসুম একই লিগের উলভসের হয়ে দায়িত্ব পালন করেন তিনি।

গত মে মাসে উলভসের সাথে চুক্তি শেষ করলেও চুক্তি নবায়ন না করে আগামী সিজন থেকে ক্লাবের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন নুনো। ক্লাবটি চ্যাম্পিয়নশিপে থাকাকালীন দায়িত্ব নেন তিনি।

এরপর তার অধীনে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালও খেলে উলভস।

টটেনহামের প্রধান কোচের নিয়োগ পাওয়ার পর নুনো বলেন, ‘স্পার্সের হতে পারাটা এটা বিশাল এক আনন্দ ও সম্মানের। আমি খুশি এবং কাজ শুরুর অপেক্ষায় আছি। ’


আরও পড়ুনঃ

বিয়েবাড়িতে ফুটন্ত স্যুপে পড়ে রাঁধুনির মৃত্যু

চার চাকার গাড়ি উড়ছে আকাশে (ভিডিও)

অকারণে বাইরে ঘোরাঘুরি করায় মিরপুরে শতাধিক ব্যক্তি আটক

গণকবরের সন্ধানে তোলপাড়, শতাব্দী প্রাচীন গির্জায় আগুন


অন্যদিকে টটেনহামের কোচ হিসেবে আরেক পর্তুগীজ হোসে মরিনহো ক্লাবটির দায়িত্বে ছিলেন।

কিন্তু গত এপ্রিলে তাকে বরখাস্ত করে মৌসুমের শেষ পর্যন্ত ২৯ বছর বয়সী রায়ান ম্যাসনকে কোচ করা হয়।

এবার নতুন মৌসুম শুরুর আগেই নুনোর কাঁধে টটেনহামের দায়িত্ব তুলে দেওয়া হলো।

news24bd.tv / নকিব