নেত্রকোনায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

নেত্রকোনায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

Other

টানা দু'দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নিম্নাঞ্চলে আবাদকৃত শাকসবজি ও পুকুরের মাছ ভেসে গেছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

 

গেল মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত টানা ভারী বর্ষণের ফলে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সোমেশ্বরী নদী, কলমাকান্দার উদাখালী, কংস, নেত্রকোনা পৌর শহরের মগড়া নদীসহ প্রায় সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে বুধবার রাত থেকে বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ায় নিম্নাঞ্চলের পানি এরইমধ্যে নামতে শুরু করেছে।  

অন্যদিকে জেলার হাওরাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কৃষি বিভাগ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় নেত্রকোনায় ৭০.০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন


চার চাকার গাড়ি উড়ছে আকাশে (ভিডিও)

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

বাগেরহাটে চলছে কঠোর লকডাউন

ভ্যাকসিনের নামে যেটি শরীরে ঢুকেছে সেটি অ্যামিকিসিন: মিমি


news24bd.tv / কামরুল