২১২ মিলিমিটার বৃষ্টিতে পানির নিচে হাসপাতাল

২১২ মিলিমিটার বৃষ্টিতে পানির নিচে হাসপাতাল

অনলাইন ডেস্ক

২১২ মিলিমিটার বৃষ্টিপাতের পর চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল এখন বৃষ্টির পানির নিচে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায়ও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

ডায়রিয়ার সমস্যা নিয়ে মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসে পারভীন আক্তার নামে আরেকজন।

কিন্তু হাসপাতালের নিচের তলা পানিতে তলিয়ে যাওয়ায় তাকে আনা-নেওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজন ও হাসপাতালের স্টাফদের। দূষিত পানিতে ডায়রিয়া আরও বাড়ার শঙ্কা তাদের।

বুধবার রাতের ভারি বর্ষণে বরাবরের মতো জলাবদ্ধতার সৃষ্টি হয় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। পানিতে থইথই হাসপাতালের নিচতলা।

দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা পড়েছে চরম দুর্ভোগে।

এদিকে শুধু হাসপাতাল এলাকাই নয়, ভারি বর্ষণে নগরীর সিডিএ, বহুতল কলোনি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 

আরও পড়ুন:


মালয়েশিয়ায় বছরজুড়ে বৈধতার সুযোগ বাড়ল

যে ১০০ টাকার জন্য দাঁড়িয়ে থাকত, সে মেয়ের ছয় তলা বাড়ি, প্রতিদিন সিঙ্গাপুরে যায়

সারা দেশে করোনায় মৃত্যুর রেকর্ড, দক্ষিণ-উত্তর পশ্চিমাঞ্চলে ৯৬ জন

news24bd.tv / তৌহিদ