দুই দিনে দেশে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এই তথ্য জানানো হয়।
এ ভ্যাকসিন গ্রহণ করতে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘আগামীকাল শুক্রবার, রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার মোট ২৫ লাখ ভ্যাকসিনের প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ এবং আগামী পরশু সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।
আরও পড়ুনঃ
উলভসের পর এবার টটেনহামের দায়িত্ব নুনোর কাঁধে
অকারণে বাইরে ঘোরাঘুরি করায় মিরপুরে শতাধিক ব্যক্তি আটক
গণকবরের সন্ধানে তোলপাড়, শতাব্দী প্রাচীন গির্জায় আগুন
বিবাহিত পাকিস্তানি নারীকে নিয়ে আমিরাতের হোটেলে বাংলাদেশি যুবক, অতঃপর কারাগারে
এর আগে ২৬ জুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার জানিয়েছিলেন, কোভ্যাক্সের আওতায় শিগগিরই ২৫ লাখ মডার্নার টিকা পাবে বাংলাদেশ।
এর আগে এক টুইটে মিলার বলেন, ‘কোভ্যাক্সের সবচেয়ে বৃহত্তম সরবরাহকারী হিসেবে বিশ্বব্যাপী করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রর টিকা সরবরাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ’
news24bd.tv / নকিব