বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য ঢাকা-১৪ আসনের আগাখান মিন্টু ও কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খান হিসেবে শপথ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পড়ান। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম ও হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য আগাখান মিন্টু ও আবুল হাসেম খান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
আরও পড়ুন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু সর্বোচ্চ রেকর্ড
সারা দেশে করোনায় মৃত্যুর রেকর্ড, দক্ষিণ-উত্তর পশ্চিমাঞ্চলে ৯৬ জন
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় মৃত্যু রেকর্ড
কঠোর লকডাউনে ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন
news24bd.tv / কামরুল