নেটমাধ্যমে বরাবরই সক্রিয় ত্রিধা চৌধুরী। তবে সম্প্রতি তাঁর কার্যকলাপ নিয়ে নেটাগরিকদের আগ্রহ যেন কিছুটা বেড়ে গিয়েছে। সৌজন্যে সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের ‘প্রাক্তন’ স্বামী নিখিল জৈনের সঙ্গে তাঁর ‘বিশেষ বন্ধুত্ব’-এর গুঞ্জন।
নীল জলের মাঝে কালো স্নান পোশাকে সুন্দরী অভিনেত্রী।
সূত্র: আনন্দবাজার
news24bd.tv/এমিজান্নাত