চলতি মাসে রাজধানীসহ সারাদেশের দরিদ্র জনসাধারণের করোনা পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে লেখা এক চিঠিতে বলা হয়, সারাদেশে করোনা সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পাওয়ায় পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। টাকা দিয়ে পরীক্ষা করা দরিদ্র জনগোষ্ঠীর পরিবারের সদস্যের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে।
এমন অবস্থায় করোনা সংক্রমণ রোধে দেশের দরিদ্র জনগণের করোনা পরীক্ষা শুধুমাত্র জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন
প্রেমিকের বকায় গলায় ফাঁস
কঠোর লকডাউন, তবুও মহাসড়কে চলছে বাস
পাখি খাঁচায় আটকে রেখে বিজ্ঞাপন: গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বান্দ্বিকতার কোনো সুযোগ নাই
news24bd.tv/এমিজান্নাত