পটল খেত থেকে প্রায় ৪৪ কেজি গাঁজা গাছ জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দ করা গাজার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। এ সময় গাঁজা চাষ করার অপরাধে আরঞ্জন খালকো (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করা হয়।
জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি শাহেদ আল-মামুন জানান, উপজেলার পলাশগড় এলাকায় একটি পটল খেতে গাঁজার চাষবাদ হচ্ছে– এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা গাছ জব্দ করা হয়। সবগুলোর ওজন প্রায় ৪৪ কেজি, আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। গ্রেপ্তার আরঞ্জন খালকোকে মাদক মামলায় পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।
news24bd.tv/আলী