লকডাউনে মালয়েশিয়া প্রেসক্লাব সভাপতির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

লকডাউনে মালয়েশিয়া প্রেসক্লাব সভাপতির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় চলছে কঠোর লকডাউন। আর এ লকডাউনে ঘরে বসে থাকা মানুষদের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করলেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ।

গত দুই সপ্তাহ ধরে দেশটির বিভিন্ন স্থানে কঠোর লকডাউনের মাঝে কর্মহীন হয়ে ঘরে বসে থাকা বাংলাদেশি, মালয়েশিয়ান ও মিয়ানমারের নাগরিকদের এ সহায়তা দিয়ে আসছেন তিনি। এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

খাদ্য সহায়তার মধ্যে রয়েছে- চাল, আলু, ডাল, পিয়াজ ও তেল। দেওয়া হয়েছে ৩০০ রিঙ্গিত করে প্রায় ১০০টি পরিবারে নগদ অর্থ।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন- সেন্টুল এলাকার এমপি, ওয়াইভি প্রভাকারান, এমপির পিএ লেছতারি, গ্রাম্য প্রধান চে মাত, ডেপুটি গ্রাম্য প্রধান রাজালি, পিপি আইএমের সদস্য ফাজাল, মালয়েশিয়ার কমিউনিটি নেতা পাণ্ডু ও কয়েকটি এনজিওর সদস্য।

সহায়তা বিষয়ে মনির বিন আমজাদ বলেন, প্রথম থেকেই মালয়েশিয়ার বিভিন্ন মহলের সঙ্গে বাংলাদেশিসহ সকল নাগরিকদের সহায়তা করার বিষয়ে আলোচনা করি।

সকলের সহায়তায় মানুষদের কল্যাণে কাজ করে চলেছেন মনির বিন আমজাদ।

news24bd.tv/আলী