কানাডার একটি আদিবাসী গোষ্ঠী দাবি করছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি সাবেক আবাসিক বিদ্যালয়ের কাছে ১৮২টি অচিহ্নিত কবর পাওয়া গেছে। এবারের কবরগুলো পাওয়া গেছে ক্যানব্রুকের সেন্ট ইউজিনস মিশন স্কুলের কাছে।
এর আগে, মে ও জুন মাসেও এরকম দুটি বিদ্যালয় থেকে কয়েক’শ কবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে বলা হয়, আদিবাসী নেতারা ধারণা করছেন, তদন্ত অব্যাহত থাকলে আরও কবর পাওয়া যাবে।
লোয়ার কুটানি ব্যান্ড নামে একটি আদিবাসী সংগঠন বুধবার জানিয়েছে, তারা মাটির নিচে অনুসন্ধানযোগ্য রাডার ব্যবহার করে স্কুলটির জায়গায় সাত থেকে ১৫ বছর বয়সী শতাধিক শিশুর দেহাবশেষ খুঁজে পেয়েছে। ব্রিটিশ কলম্বিয়ার ক্যানব্রুকের সেন্ট ইউজিনস মিশন আবাসিক বিদ্যালয়ে ১৮২ জনের দেহাবশেষ পাওয়া গেছে।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন
প্রেমিকের বকায় গলায় ফাঁস
কঠোর লকডাউন, তবুও মহাসড়কে চলছে বাস
পাখি খাঁচায় আটকে রেখে বিজ্ঞাপন: গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বান্দ্বিকতার কোনো সুযোগ নাই
news24bd.tv/এমিজান্নাত