দাঁতের দাগ দূর করবেন যেভাবে

দাঁতের দাগ দূর করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

অনেক কারনে আমাদের দাঁতে দাগ পরে। অনেকেই চা-কফি পান করে দাঁতে দাগ করে ফেলেছেন। অনেকে আবার পান চিবুতে পছন্দ করেন। ধূমপায়ীদের দাঁতেও দাগ দেখা যায়।

চা-কফি পান করলে ক্লান্তি দূর হয় ঠিকই; কিন্তু বেশি পানে দাঁতে দাগ পড়ে। করোনাকালে চা-কফি পান বেড়েছে। কিন্তু দীর্ঘমেয়াদে এই পানীয় বেশি বেশি পান করলে দাঁতের ক্ষতি হয়। তাই দাঁত ঠিক রাখতে হলে সাবধান হতে হবে এখন থেকেই।

হাইড্রোজেন পার অক্সাইড ও বেকিং সোডার মিশ্রণের মাধ্যমে দাঁতের এনামেলের ওপর কফির দাগ উঠানো সম্ভব। অক্সিডাইজার হিসাবে হাইড্রোজেন পার অক্সাইড কফির ক্ষুদ্র কণাকে অপসারণ করে, যা দাঁতে দাগ সৃষ্টি করে থাকে।

বেকিং সোডা এ কার্যক্রমকে ত্বরান্বিত করে থাকে। বেকিং সোডা ও হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে পেস্টের মতো করতে হবে। এ মিশ্রিত পেস্ট দাঁতের ওপর ১০ মিনিটের জন্য প্রয়োগ করতে হবে। কোনো সমস্যা না হলে ২০ মিনিট পর্যন্ত রাখা যেতে পারে। এর পর মিশ্রিত পেস্ট অপসারণ করে রেগুলার টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিতে হবে।

হাইড্রোজেন পার অক্সাইড পানি মিশিয়ে কুলকুচি করতে পারেন, প্রতিদিন অথবা কিছু দিন পর পর।

news24bd.tv/আলী