বাজে আচরণের রাজা সাকিব আল হাসান : ক্রিকইনফো

অনলাইন ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে এবার ইএসপিএন ক্রিক ইনফো নিজেদের মাসিক আয়োজন ‘দ্য ব্রিফিং’য়ে ‘ব্যাড বিহেভিয়ার বা বাজে আচরনের রাজা' হিসেবে সাকিবের নাম উল্লেখ করেছে ।

একই প্রতিবেদন বাজে আচরণ করা ভাই হিসেবে শ্রীলঙ্কার তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা ও নিরোশান গুনাথিলাকার নাম উল্লেখ করেছে তারা। কেননা জাতীয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বের মাঝে জৈব সুরক্ষা বলয় ভঙ্গের মতো গর্হিত কাজ করেছেন এ তিনজন।

সাকিবকে বাজে ব্যবহারের রাজা উল্লেখ করে ক্রিক ইনফো লিখেছে, ‘শ্রীলঙ্কার ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় ভঙ্গের কাজটি বাজে আচরণের পাল্লায় খুব ছোট হয়ে দেখাবে, যখন তাদেরকেও ছাপিয়ে যাবে কেউ।

এর পেছনে রয়েছে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচের ঘটনা।

গত ১১ জুনের ম্যাচটিতে আম্পায়ারের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় প্রথমে স্ট্যাম্পে লাথি মারেন সাকিব। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধের ঘোষণা দেয়া হলে তিনটি স্ট্যাম্প তুলে মাটিতে সজোরে আছাড় মারেন তিনি।

news24bd.tv/আলী

সম্পর্কিত খবর