জলাবদ্ধতা আর বিশুদ্ধ পানি সংকটে নাকাল জুরাইন

জলাবদ্ধতা আর বিশুদ্ধ পানি সংকটে নাকাল জুরাইন

Other

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত পশ্চিম জুরাইন। রাস্তায় খানাখন্দ, জলাবদ্ধতা আর বিশুদ্ধ পানির সংকটে নাকাল এই ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ গত কয়েক বছর ধরে পশ্চিম জুরাইন করিমউল্লাবাগ থেকে জুরাইন কবরস্থান পর্যন্ত সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটুপানি। তবে জুরাইন কবরস্থান সড়ক উন্নয়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এবার জলাবদ্ধতায় বেশি দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির।

চারদিকে শুধু পানি আর পানি থই থই করছে। বৃহস্পতিবার এমনই চিত্র দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের ৫৪ নং ওয়ার্ড জুরাইন কবরস্থান রোড এলাকায়।

জানা যায় জলাবদ্ধতা নিরসনে জুরাইন কবরস্থান রোড উন্নয়নের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু তাদের কাজে গাফিলতির কারণে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ফলে সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটুপানি। আবার কোথাও কোথাও কোমর অবদি। চরম দুর্ভোগে পড়ছেন কবরস্থানে লাশ দাফন করতে আসা মানুষজন ।

আরও পড়ুন


অতিবৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর তিন স্থানে বাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত

পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা, স্বামীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

থানা থেকে গৃহবধু ধর্ষণকারীকে ছাড়িয়ে নেয় ছাত্রলীগ নেতা, ৭ দিন পর ফের গ্রেপ্তার

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আজও ১৭ জনের মৃত্যু


এ ছাড়া এমন জলাবদ্ধতার সৃষ্টি হয় ওয়ার্ডের জুরাইনবাজার, তুলাবাগ, আলমবাগ এলাকাতেও। অভিযোগ আছে এমন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে শুধু আশ্বাস মেলে।

স্থানীয় ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো মাসুদ জানান, ওয়ার্ডের ড্রেনেজ-ব্যবস্থা তেমন ভালো না, আবার বেশিরভাগ ড্রেন ময়লা আবর্জনায় ভর্তি। ফলে পানি বের হওয়ার কোনো জায়গা নেই।

জলাবদ্ধতায় অবরুদ্ধ এমন পরিবেশ থেকে মুক্তি পেতে ডিএসসিসি মেয়রের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

news24bd.tv এসএম