বগুড়ায় করোনায় ১১জনের মৃত্যু, শনাক্ত ১০০

বগুড়ায় করোনায় ১১জনের মৃত্যু, শনাক্ত ১০০

Other

বগুড়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে ৫ জন এবং বাকি ৬জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৩৮০ নমুনার ফলাফলে নতুন করে ১০০জন করোনায় শনাক্ত হয়েছেন।

আক্রান্তের হার ২৬দশমিক ৩১শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৩জন।

শুক্রবার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।

এর আগের দিন জেলায় ৩৫২নমুনায় ১৩৪জন করোনায় শনাক্ত হয়েছিলেন।

 

ডা. সাজ্জাদ জানান, ১ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩৫টি নমুনায় ৫৯জনের, জিন এক্সপার্ট মেশিনে ৪নমুনায় সবার নেগেটিভ  এবং এন্টিজেন পরীক্ষায় ১১৬ নমুনায় ২৫জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫নমুনায় ১৬জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১৪হাজার ৭৩জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৪৮জন। নতুন করে ১১জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৪১০ জন, বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯১৫জন।

news24bd.tv / তৌহিদ