কঠোর লকডাউনেও স্বাভাবিক মোংলা বন্দর

কঠোর লকডাউনেও স্বাভাবিক মোংলা বন্দর

Other

কঠোর লকডাউনের মধ্যেও দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় গেটওয়ে মোংলা সমুদ্র বন্দরে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে। শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিনে মোংলা বন্দর জেটি ও বহি:নোঙ্গরে অবস্থানরত ১০টি জাহাজে পণ্য খালাস ও রপ্তানি পণ্য বোঝাইয়ের কাজ চলছে।

আজ (শুক্রবার) সন্ধ্যায় ৪ টি জাহাজ পণ্য বোঝাই করে মোংলা বন্দর ত্যাগ করবে। একই সাথে জাহাজ থেকে খালস ও রপ্তারীকৃত পণ্য সড়ক ও নৌপথে আনা নেয়ার কাজও স্বাভাবিক রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ও পরিচালক মিডিয়া মো. মাকরুজ্জামান জানান, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনের সচল রয়েছে মোংলা বন্দর। বন্দর জেটি ও বহি:নোঙ্গরে অবস্থানরত ১০ টি বিদেশি জাহাজে কনটেইনারসহ সব ধরনের পন্য খালাস ও রপ্তানি পণ্য বোঝাইয়ের কাজ চলছে। সন্ধ্যায় ৪ টি জাহাজ পণ্য বোঝাই করে মোংলা বন্দর ছেড়ে যাবে। জাহাজ থেকে খালস ও রপ্তানিকৃত পণ্য সড়ক ও নৌপথে আনা নেওয়ার কাজও স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন:


মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চলে ৫০ শয্যার জনবল দিয়ে

বগুড়ায় করোনায় ১১জনের মৃত্যু, শনাক্ত ১০০


news24bd.tv / তৌহিদ