ময়মনসিংহে লকডাউনে ৫২৫ মামলা, প্রায় চার লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে লকডাউনে ৫২৫ মামলা, প্রায় চার লাখ টাকা জরিমানা

Other

সাত দিনের কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনে ময়মনসিংহে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর প্রত্যেকটি প্রবেশ মুখ ও গুরুত্বপূর্ণ মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে সঠিক কারণ দেখাতে না পারায় বেশ কয়েক জনকে আর্থিক জরিমানা গুনতে হয়েছে। ওষুধ ও নিত্যপণ্য ছাড়া প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে।

নগরীর প্রধান প্রধান রাস্তাগুলো রয়েছে ফাঁকা।

গতকাল বিধিনিষেধ না মানায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৫২৫টি মামলায় প্রায় ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

জেলায় ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর ১০টি টিম, বিজিবির ৮টি টিম ছাড়াও পুলিশের ১৮টি মোবাইল টিম মাঠে কাজ করছে।

আরও পড়ুন:


কঠোর লকডাউনেও স্বাভাবিক মোংলা বন্দর

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চলে ৫০ শয্যার জনবল দিয়ে

বগুড়ায় করোনায় ১১জনের মৃত্যু, শনাক্ত ১০০


news24bd.tv / তৌহিদ