ভারতে ফের ধূলিঝড়ের আশঙ্কা

ভারতে ফের ধূলিঝড়ের আশঙ্কা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য রাজস্থান এবং উত্তরের রাজ্য উত্তর প্রদেশে প্রচণ্ড ধূলিঝড় ও ঝড়বৃষ্টিতে শতাধিক মানুষ মারা গেছেন। আহতও হয়েছেন শ দুয়েক।  

এরই মধ্যে ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও একবার ধূলিঝড়ের কবলে পড়তে পারে এ দুই রাজ্য।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে রাজস্থানের তাপমাত্রা ৪৪° সেলসিয়াসের আশপাশে।

পশ্চিম রাজস্থানে তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৪৭° সেলসিয়াসকে। এভাবেই পশ্চিম ভারতের তাপমাত্রা আগামী সপ্তাহজুড়ে বাড়তে পারে।

আরও পড়ুন → ভারতে ধূলিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৭

শুধু রাজস্থান, উত্তর প্রদেশই নয়। পার্শ্ববর্তী মহারাষ্ট্রের বেশ কিছু এলাকাতেও এর প্রভাব পড়তে পারে।

 

বুধবারের ঝড়ের বিষয়ে সংবাদমাধ্যম বলছে, তীব্র ধূলিঝড়, বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। রাতে যখন ধূলিঝড় ও বজ্রবৃষ্টি আঘাত হানে তখন অনেকেই ঘুমিয়েছিলেন। এ সময় অনেকের ঘর-বাড়ি ধসে পড়ে।

গ্রীষ্মকালে ভারতের উত্তরাঞ্চলের এ অংশে ধূলিঝড় অস্বাভাবিক নয়। তবে ধূলিঝড়ে এত সংখ্যক প্রাণহানির ঘটনা অতীতে ঘটেনি।

সূত্র: ওয়ান ইন্ডিয়া     •      অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর