এখনো জীবিত কাউকে খুঁজে পাওয়া সম্ভব: বাইডেন

এখনো জীবিত কাউকে খুঁজে পাওয়া সম্ভব: বাইডেন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ১২ তলা ভবন ধসে যাবার এক সপ্তাহ পেরিয়ে গেলেও, এখনো জীবিত কাউকে খুঁজে পাওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

গেলো ২৪ জুন মিয়ামি শহরে সুউচ্চ এ ভবনটি ধসে পড়ার ঘটনায় এ পযন্ত উদ্ধার হয়েছে ১৮ জনের মরদেহ। এখনো নিখোঁজ ১৪৫ জন। উদ্ধার তৎপরতা এখনো চলছে।

এ অবস্থায় প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যান।  

সেখানে স্বজনহারাদের সঙ্গে দেখা করেন এবং মৃতদের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে তিনি জানান, সরকারি খরচে এক মাস পযন্ত এই উদ্ধার কাজ চালিয়ে যাবার নির্দেশ দেন তিনি।

জো বাইডেন বলেন, এখনো আশা আছে, তাই উদ্ধার তৎপরতা চলবে।

এতো বিপুল পরিমাণ কংক্রিটের নিচে এখনো হয়তো কেউ নিঃশ্বাস নিচ্ছে। আমাদের সেই একজনকে হলেও, বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।  

আরও পড়ুন:


টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

ইন্সটাগ্রামে প্রত্যেক বিজ্ঞাপনে ১৪ কোটি টাকা নেন রোনালদো

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আজও ১৭ জনের মৃত্যু

অরূপ সৌন্দর্যে ঘেরা এই দ্বীপ ভ্রমণে লাগবে না কোয়ারেন্টাইন


তিনি বলেন, কাউকে হারানো খুব কষ্টের, কিন্তু এর চাইতে তীব্র কষ্ট হলো কাউকে হারিয়ে ফেলা, সে বেঁচে আছে কি মারা গেছে তা জানতে না পারা।  

news24bd.tv নাজিম