সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন ৩ ঘণ্টা

সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন ৩ ঘণ্টা

অনলাইন ডেস্ক

ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। আগামী সোমবার থেকে এই সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ লেনদেনের সময় কমে নেমে আসবে ৩ ঘণ্টায়।

তিনি বলেন, ব্যাংক হলিডের কারণে আগামীকাল বৃহস্পতিবার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। আর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী রোববার ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে রোববার শেয়ারবাজারে লেনদেন হবে না।

আরও পড়ুন:


এখনো জীবিত কাউকে খুঁজে পাওয়া সম্ভব: বাইডেন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

ইন্সটাগ্রামে প্রত্যেক বিজ্ঞাপনে ১৪ কোটি টাকা নেন রোনালদো

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আজও ১৭ জনের মৃত্যু


তিনি আরও বলেন, আগামী সোমবার থেকে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে।

এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

news24bd.tv নাজিম