সুন্দরবন থেকে চলে আসা দুই অজগর ফিরল বনে

সুন্দরবন থেকে চলে আসা দুই অজগর ফিরল বনে

Other

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা দুটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের দেলায়ার পহলানের বাড়ির বাগানে বেড়ার জালে আটকে থাকা একটি ও বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবুনিয়া গ্রামের ইব্রাহীমের বাড়ির মুরগির ঘর থেকে আরো একটি অজগর উদ্ধার করা হয়।

সন্ধ্যায় উদ্ধার করা অজগর সাপ দুটিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবমুক্ত করা হয়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়রাল আবেদীন জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের দেলায়ার পহলানের বাড়ির বাগানে বেড়ার জালে ৬ ফুট লম্বা, ৮কেজি ওজনের একটি অজগর আটকে যায়।

থবর পেয়ে সুন্দরবনের টাইগার টিমের সদস্য হাসান মুন্সী ও সাগর সাপটি উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেয়।

একইদিন বিকেল ৩টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবুনিয়া গ্রামের ইব্রাহীমের বাড়ির মুরগির ঘর থেকে আরো একটি অজগর উদ্ধার করা হয়।

১৫ ফুট লম্বা এবং ৩৫ কেজি ওজনের বিশাল এই অজগরটিও আট করা হয়। উদ্ধার করা এই অজগরটি সন্ধ্যা ৬টায় শরণখোলা রেঞ্জের বনে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:


কঠোর লকডাউনেও স্বাভাবিক মোংলা বন্দর

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চলে ৫০ শয্যার জনবল দিয়ে

বগুড়ায় করোনায় ১১জনের মৃত্যু, শনাক্ত ১০০


news24bd.tv / তৌহিদ