কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত

কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত

Other

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপু‌রের কালিয়াকৈরের মৌচাক বাসস্টেশনে একটি কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন।  

নিহতরা হলেন, অটো রিক্সা চালাক নবাব আলী (৪৫) এবং মৌচাক হাইড্রঅক্সসাইড লি‌মি‌টেড কারখানার শ্রমিক জয়নাল আবেদিন (৪৫)।

এ দুর্ঘটনায় আরো কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দুইজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং অন্যদের মৌচাক পপুলার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

নিহতের লাশ সালনা কোনাবাড়ী পুলিশ উদ্ধার করেছেন।

প্রত্যেক্ষদর্শী ও পুলিশ জানান, শুক্রবার রাত পৌনে আটটার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে একটি ট্রাক দ্রুতগতিতে গাজীপুরের দিকে যাওয়ার প‌থে  মৌচাক বাসষ্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি অটো রিক্সাকে চাপা দেয়। এসময় ট্রাকের পিছনে থাকা  আরেকটি ট্রাক ষ্টেশনে দাঁড়িয়ে থাকা কমপক্ষে ১০ শ্রমিককে চাপা দেয়।   ট্রাক এবং  হেলপারকে পুলিশ আটক করেছে।

এসময় ট্রাকের চালক পালিয়ে যায়।

সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের কেউ মামলা করলে নিহতের লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন:


কঠোর লকডাউনেও স্বাভাবিক মোংলা বন্দর

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চলে ৫০ শয্যার জনবল দিয়ে

বগুড়ায় করোনায় ১১জনের মৃত্যু, শনাক্ত ১০০


news24bd.tv / তৌহিদ