জম্মু-কাশ্মীরে সংঘর্ষে ১ সেনা ও ৫ গেরিলা নিহত

জম্মু-কাশ্মীরে সংঘর্ষে ১ সেনা ও ৫ গেরিলা নিহত

অনলাইন ডেস্ক

জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে সেনাবাহিনীর ১ জওয়ান ও ৫ গেরিলা নিহত হয়েছে। এছাড়া এক সেনা জওয়ান আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন লস্কর-ই-তাইয়্যেবার জেলা কমান্ডার রয়েছে।

আজ (শুক্রবার) দক্ষিণ কাশ্মীরের রাজপোরা হানজিন এলাকায় সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

     

সংবাদ সংস্থা ইউএনআই হিন্দি সূত্রে প্রকাশ, পুলওয়ামার হানজিন রাজপোরায় গেরিলাদের উপস্থিতির গোয়েন্দা তথ্য পেয়ে গতকাল (বৃহস্পতিবার) গভীর রাতে সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সদস্য সমন্বিত যৌথ বাহিনীর ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনী যখন সমস্ত বহির্গমন পয়েন্ট সিল করার পরে নির্দিষ্ট টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছিল, সে সময়ে গেরিলারা তাদের উপরে গুলিবর্ষণ শুরু করে। এরপরে  নিরাপত্তা বাহিনীও পাল্টা আক্রমণ শুরু করলে সংঘর্ষ শুরু হয়।    

গণমাধ্যম সূত্রে প্রকাশ, গেরিলাদের গুলিবর্ষণের মধ্যে সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের দু’জন জওয়ান গুরুতর আহত হন।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাবিলদার কাশি রাও নামে এক জওয়ান মারা যান।

আজ গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময়ে সংশ্লিষ্ট এলাকার বেসামরিক বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুলওয়ামতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে পার্শ্ববর্তী এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর জওয়ান।

আরও পড়ুন:


কঠোর লকডাউনেও স্বাভাবিক মোংলা বন্দর

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চলে ৫০ শয্যার জনবল দিয়ে

বগুড়ায় করোনায় ১১জনের মৃত্যু, শনাক্ত ১০০


news24bd.tv / তৌহিদ