টেস্টের মত অসহায় আত্মসমর্পন নয়। বরং প্রবল প্রতাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে পোলার্ড ও ব্রাভোরা দলকে এনে দিলেন ২১ রানের জয়।
টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারে ৬ উইকেটে তোলে ১৬৭ রান।
তবে ব্রাভোর আগুন ঝরানো বোলিংয়ে ৯ উইকেটে ১৪৬ রানেই থামতে হয় প্রোটিয়াদের। এই জয়ে রবিবারের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল।
news24bd.tv/আলী