এলো ১১ লাখ আরও আসছে রাতে ৯ লাখ চীনা টিকা

এলো ১১ লাখ আরও আসছে রাতে ৯ লাখ চীনা টিকা

অনলাইন ডেস্ক

চীনের বেইজিং থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ২০ লাখ টিকার মধ্যে ১১ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

প্রথম চালানে সিনোফার্মের ২০ লাখ টিকা নিয়ে চীনের রাজধানী বেইজিং থেকে ঢাকায় রওনা করে বাংলাদেশ বিমানের দুটি কার্গো উড়োজাহাজ। রাতেই সিনোফার্মের আরও ৯ লাখ টিকা ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে রাত ১১টা ২২ মিনিটে ‘কোভিক্স’ এর আওতায় মর্ডানার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। সবমিলিয়ে আজ দেশে পৌঁছাল সাড়ে ২২ লাখ ডোজ টিকা।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ বছরই ১০ কোটি ডোজ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার টিকা হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।

news24bd.tv/আলী