রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু

Other

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (০৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

শনিবার (৩ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৩ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন।

আর ৮ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন , ১ জন চাঁপাইনবাবগঞ্জের,  নাটোরের ৩ জন, নওগাঁর ১ জন ও পাবনার ১ জন মারা গেছেন। হাসপাতালটিতে গত দু'দিনে ৫১ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন


১৮ বছর পর ‘মৃত থেকে জীবিত‌’, ৫৬ বছর বয়সী স্ত্রীকে ফের করছেন বিয়ে

সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে যুবলীগ নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মামলা

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে ব্রাজিল

ইসরাইলি সেনাদের হামলায় ১৫০ ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত


জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে ৬১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৭৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪০৫টি।

news24bd.tv এসএম