কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু

Other

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় কোভিড ডেডিকেটেড করোনা হাসপাতালে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

হাসপাতালের কম্পিউটার অপারেটর এম এ বশির জানান, মৃতদের মধ্যে ৩ জনই করোনা পজিটিভ রোগী ছিলেন। বাকী ১ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে।

তিনি বলেন, এখন করোনা হাসপাতালে পজিটিভ রোগী ভর্তি আছেন ২০০ জনের বেশি। রোগীর চাপ বাড়ায় মেঝে, করিডোর ও বারান্দায় চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার ভোররাতেও আবার অক্সিজেনের সংকটে পড়ে এই করোনা হাসপাতাল। রোটারি ক্লাবের স্বেচ্ছাসেবকরা খবর পেয়ে ৯টি সিলিন্ডার কিনে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনেন।

সকালে ৭টার পর হাসপাতালের ট্রাকে করে সিলিন্ডার আসায় সংকট কেটে গেছে।

এদিকে সারাদেশে শুরু হওয়া লকডাউনের তৃতীয় দিনে পুলিশ চেক পোস্টে কঠোর অবস্থানে থাকলেও শহরে মানুষের আনাগোনা দেখা গেছে। বিশেষ করে শহরের পৌরবাজার এলাকায় এনএস রোডে সকালে গা ঠেলা ভিড় ছিলো। অনেকেরই মুখে ঠিকমতো মাস্ক দেখা যায়নি।

আরও পড়ুন


টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু

১৮ বছর পর ‘মৃত থেকে জীবিত‌’, ৫৬ বছর বয়সী স্ত্রীকে ফের করছেন বিয়ে

সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে যুবলীগ নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মামলা


সিভিল সার্জন অফিস ও জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি মোতাবেক করোনা শনাক্তের হার আরো বেড়েছে। ২২১ টি নমুনায় ৪১.৪৮ শতাংশ হারে নতুন করে আরো ৯৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। জেলার হাসপতাগেুলোতে চিকিৎসা নিচ্ছেন ২৬১ করোনা রোগী। আর বাসায় আইসোলেশনে আছেন আরো ২১০৭ জন।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক