নওগাঁয় সিমেন্ট ও আমবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২

নওগাঁয় সিমেন্ট ও আমবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২

Other

নওগাঁর মান্দায় সিমেন্টবাহী ট্রাক এবং আম বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।  

শনিবার (৩ জুলাই) ভোর রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নিয়াত দোকানদারের ছেলে খলিলুর রহমান এবং কুষ্টিয়া জেলার শিবপুর উপজেলার সোহরাব হোসেনের ছেলে শরিফুল ইসলাম।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোর রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের (মান্দার সতিহাট বাসস্ট্যান্ড এলাকায়) সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে আম বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং তিনজন মারাত্মকভাবে আহত হন। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন


শিক্ষককে ফোন করে বলা হলো ‘আপনার ডেথ সার্টিফিকেট রেডি এসে নিয়ে যান’

মর্ডানার দ্বিতীয় চালানও ঢাকায় এসে পৌঁছেছে

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত


তিনি আরও জানান, ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়।

লাশ দুটির ময়না তদন্তের জন্য নওগাঁ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক