খুলনার তিন হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

খুলনার তিন হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

খুলনার পৃথক তিনটি হাসপাতালে করোনায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। এই ১১ জনের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটিতে বর্তমানে ২১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়োলো জোনে ৪২ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন।

মৃতরা হলেন- খুলনার ফুলবাড়ীগেট এলাকার আনোয়ারা খাতুন (৩২), সোনাডাঙ্গার নাজমা (৪৪), রূপসার নূর ইসলাম (৬৬), সাতক্ষীরার শ্যামনগরের সুবর্ণা (৫৫), যশোর সদরের মো. শরিফুল ইসলাম (৪২) ও খুলনার ডুমুরিয়ার মোশারফ (৬৩)।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে যশোরের আলেয়া বেগম (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

আরও পড়ুন


কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ভয়াবহ বন্দী নির্যাতন, প্রধান কারারক্ষীসহ বরখাস্ত ২

নওগাঁয় সিমেন্ট ও আমবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২

শিক্ষককে ফোন করে বলা হলো ‘আপনার ডেথ সার্টিফিকেট রেডি এসে নিয়ে যান’

মর্ডানার দ্বিতীয় চালানও ঢাকায় এসে পৌঁছেছে


গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার ৪ জন মারা গেছেন। এ হাসপাতালে আরও ১২০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ৯ জন ও এইচডিইউতে আছেন ১০ জন।

গাজী মেডিকেলে মারা গেছেন, খুলনার ফুলতলার তারতিবপুরের বিবেক কুণ্ডু (৪৯), সোনাডাঙ্গার দারুস সালাম মসজিদ লেনের মানসুরা বেগম (৫৩), রূপসার রহিম নগরের আব্দুল মান্নান সরদার (৬০) ও বাগেরহাটের চিতলমারীর আওয়াল শিকদার (৭০) মারা গেছেন।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক