‘বিউটিফুল মাইন্ড’ ছবির গল্পের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ John Nash-এর ‘গেইম থিওরি’ মানুষের বিভিন্ন আচরণগত বিষয়গুলোর মধ্যে নারীর ক্ষমতায়নের সমস্যার ক্ষেত্রেও প্রয়োগ করা সম্ভব। গেইম থিওরি হল এক ধরণের কৌশলের খেলা যেখানে একাধিক মানুষের নিজ নিজ সিদ্ধান্ত নিজের ছাড়াও অন্যের লাভ-ক্ষতিকেও প্রভাবিত করে।
ধরা যাক স্বামী-স্ত্রী উইকএন্ড-এ ঘরে না থেকে বিনোদনের জন্য কিছু একটা করবে ঠিক করেছে। সমস্যা হল স্বামী চায় একটা নাটক দেখতে যেতে।
গেইম থিওরির এই উদাহরণটিতে John Nash-এর সূত্র অনুযায়ী আপাতদৃষ্টে দুজনের নিজ নিজ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন গাণিতিক সমাধান নাই, অন্য অনেক ক্ষেত্রে যেমন থাকে। তবে অনুমান করা যায় যে এখানে ফলাফল নির্ভর করবে স্বামী-স্ত্রীর সম্পর্কের ধরণ ও দুজনের মেজাজ-মর্জি সম্পর্কে পরস্পরের মূল্যায়নের উপর। স্বামীটির যদি একরোখা ও মুরুব্বী ধরনের স্বভাব হয় এবং স্ত্রী যদি আগে থেকেই তা মেনে নিতে অভ্যস্ত থাকে তাহলে সে স্বামীর সাথে নাটক দেখতেই যাবে। অবশ্য স্বামী বলতে পারে যে নারী অধিকারের বিষয়ে সে সচেতন বলেই কোন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না, কারণ স্ত্রীকে তো সে শপিং করতে যেতে মানা করছে না। (তারা আধুনিক দম্পতি এবং স্ত্রীর একা বেরুতে কোনো অসুবিধা নেই। )
আরও পড়ুন:
বাচ্চা বড় হলে মাকে কেন বুড়ি লুক নিতে হবে
সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে
যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো
নাটোরের ৩ লাখ ৩৫ হাজার গবাদি পশু অনলাইনে বিক্রির প্রস্তুতি
এখানেই পারিবারিক সিদ্ধান্তের বিষয়ে নারীর ক্ষমতায়নের সূক্ষ্ম বিষয়টি চলে আসে। পারিবারিক ক্ষমতার বৈষম্য একটি ঘটনাকে আলাদা করে দেখলে বোঝা যাবে না। এটা অনেকদিন ধরে গড়ে ওঠা আচরণের বিষয়। অবশ্য এর উল্টোটাও হতে পারে, স্বামী যদি স্ত্রীর ইচ্ছাকে ক্ষেত্রবিশেষে প্রাধান্য দিতে শেখে অথবা স্ত্রীর যদি কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব নিয়ে আগে থেকেই স্বামীর সঙ্গে বোঝাপড়া থাকে (নারীর ক্ষমতায়নের একটা লক্ষণ) তবে তারা হয়তো এ ক্ষেত্রে দুজনে শপিং করতেই যাবে।
(বাংলায় অর্থনীতির যে বইটি লিখছি: "অর্থনীতি কেনো পড়ি; উন্নয়নশীল দেশের প্রেক্ষিত"; সেখান থেকে উদ্ধৃত। )
news24bd.tv / নকিব