টহল আরও জোরদার, পাটুরিয়া-আরিচা ঘাট জনশূন্য

টহল আরও জোরদার, পাটুরিয়া-আরিচা ঘাট জনশূন্য

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে কঠোর লকডাউন। পাটুরিয়া ও আরিচা ঘাটে লকডাউন কার্যকর করতে আজ শনিবার লকডাউনের তৃতীয় দিনে শিবালয় থানা পুলিশ চেকপোস্ট ও টহল আরও জোরদার করেছে।

ঘাটে জরুরি পণ্যবাহী ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া সকল ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এ কারণে জনশূন্য হয়ে পরেছে ঘাট এলাকা।

 

এ ছাড়া মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে। অপ্রয়োজনে নিষেধাজ্ঞা কেউ বাহিরে বের হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার পাটুরিয়া ও আরিচা ঘাটের প্রবেশ পথ, ঘাট এলাকা, ঢাকা-আরিচা  মহাসড়কে গুরুত্বপূর্ণ স্পটেসহ আঞ্চলিক সড়ক গুলোতে লকডাউন কার্যকর করতে পুলিশ টহল দিচ্ছে। মহাসড়কে কেউ অপ্রয়োজনে গাড়ি নিয়ে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

 

এ ছাড়া উপজেলার হাট-বাজারগুলোতে কাঁচা মালের দোকান ও নিত্য প্রয়োজন দোকান ছাড়া সকল দোকান- পাট বন্ধ রয়েছে। তবে আঞ্চলিক সড়কগুলোতে বেশ কিছু ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেখা গেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, পাটুরিয়া ও আরিচা ঘাটে পুলিশ টহল আরও জোরদার করা হয়েছে।  

আরও পড়ুন:


সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে

যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো

নাটোরের ৩ লাখ ৩৫ হাজার গবাদি পশু অনলাইনে বিক্রির প্রস্তুতি

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫০


news24bd.tv / কামরুল