সারা দেশে চলছে সাতদিনের কঠোর লকডাউন। লকডাউনের তৃতীয় দিনে আজ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
আরও পড়ুন:
হাট কাঁপাতে আসছে ‘বিগ বস’, ওজন সাড়ে ১২০০ কেজি
করোনায় খুলনা বিভাগে আরও ৩২ জনের মৃত্যু
সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে
যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো
এছাড়াও বিধি-নিষেধ প্রতিপালনে ডিএমপির ৫১টি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার ৬৪০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
news24bd.tv নাজিম