পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সুমন হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার জেরে নিহতের আত্মীয়স্বজন প্রতিপক্ষের তিনটি বাড়িতে আগুন ধরিয়ে দেন।
আজ দুপুর ২টার দিকে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরেই কলোনি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েকটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শনিবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় সুমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
হাট কাঁপাতে আসছে ‘বিগ বস’, ওজন সাড়ে ১২০০ কেজি
করোনায় খুলনা বিভাগে আরও ৩২ জনের মৃত্যু
সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে
যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো
সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, প্রতিপক্ষের লোকজন সুমনকে হাঁসুয়া ও রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
news24bd.tv নাজিম