টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২১ জনে।
জেলায় গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছেন ১০ জন।
আজ দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬ জন।
আরও পড়ুন:
হাট কাঁপাতে আসছে ‘বিগ বস’, ওজন সাড়ে ১২০০ কেজি
করোনায় খুলনা বিভাগে আরও ৩২ জনের মৃত্যু
সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে
যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো
তিনি আরও জানান, হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বর্তমানে হাসপাতালে ১০৫ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে আইসিইউতে পাঁচজন, করোনা ইউনিটে ৩৮ জন ও আইসোলেশনে ৬২ জন চিকিৎসাধীন রয়েছেন।
news24bd.tv নাজিম